গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল ম্যাংগো জুস তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলতাপাড়া এলাকার রুপনাকান্দায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে কারখানার মালিক দুলাল উদ্দিনকে গ্রেফতার করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাকে এক লাখ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা সরকার।
অভিযান পরিচালনাকালে কারখানায় নকল ম্যাংগো জুস তৈরির জন্য ব্যবহৃত বিপজ্জনক উপকরণের সন্ধান পাওয়া যায়, যার মধ্যে ছিল ঘন চিনি, নন-ফুড গ্রেড রং ও ফ্লেভার, এবং বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক। এসব উপকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে নিশ্চিত করেন কর্মকর্তারা।
অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদুল হাসান, সেনাবাহিনী, এনএসআই, পুলিশ ও বিএসটিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে কারখানাটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন যে কোনো ভেজাল ও নকল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।