বিশেষ প্রতিনিধি:-
কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় বাউল সাধক লালন শাহের আখড়াবাড়িতে এবার একদিনের জন্য লালন স্মরণোৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ মার্চ অনুষ্ঠিত হবে এ আয়োজন, তবে থাকছে না কোনো আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান কিংবা গ্রামীণ মেলা।
বুধবার কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘লালন স্মরণোৎসব-২০২৫’ এর প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার ডিসি ও লালন একাডেমির সভাপতি মো. তৌফিকুর রহমান।
ডিসি তৌফিকুর রহমান জানান, প্রতি বছরের মতো এবার লালন মাঠে মেলার জন্য কোনো ইজারা দেওয়া হয়নি এবং সেখানে সাংস্কৃতিক আয়োজনও থাকছে না। পাশাপাশি, স্মরণোৎসব কেন্দ্র করে যদি কেউ মাদক সেবন বা বিক্রি করে, প্রশাসন কঠোর আইনি ব্যবস্থা নেবে।
সভায় জানানো হয়, রমজান মাসের কারণে এবারের উৎসব সীমিত পরিসরে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত লালন স্মরণোৎসব তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়, কখনো ভক্তদের দাবিতে সময়ও বাড়ানো হতো। তবে এবার শুধুমাত্র মূল আচার-অনুষ্ঠান রাখা হয়েছে।
লালন একাডেমির পক্ষ থেকে ১৩ মার্চ সন্ধ্যায় বাউল, ভক্ত ও ফকিরদের জন্য ‘বাল্যসেবা’ দেওয়া হবে। তবে ১৪ মার্চ দুপুরে খেলাফতধারী বাউল ফকিরদের ঐতিহ্যবাহী ‘পূর্ণসেবা’ একাডেমির পক্ষ থেকে দেওয়া হবে না, বরং তারা নিজেরা উদ্যোগ নিয়ে তা পালন করবেন।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, বাউল ফিরোজ সাঁই, রাজ্জাক সাঁই, শফি সাঁই, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু ও নাগরিক প্রতিনিধি আলমাস হোসেন মামুন।