চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ২ টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

জাহিদ হাসান জিহাদ স্টাফ রিপোর্টার :

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুনের সার্বিক দিকনির্দেশনায় জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্ত্বাবধানে জনাব মোঃ মাহাব্বুর রহমান, অফিসার ইনচার্জ, সদর থানা, চুয়াডাঙ্গার নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-২১, তাং-২৫.০১.২০২৩ ইং মূলে মোটরসাইকেল চোর চক্রের গ্রেফতারকৃত আসামী বর্তমানে জেল হাজতী আসামী ১। মোঃ সাইফুল ইসলাম (২৬), পিতা-মোঃ রবিউল ইসলাম, সাং- বকসিপুর মাঝের পাড়া, ২। মোঃ ইমরান হোসেন @ ইমন (২০), পিতা- মোঃ আব্দুল গনি, সাং-বকশিপুর স্কুল পাড়া, উভয় থানা- আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গাদের গত ইং-১৩.০২.২০২৩ তারিখে বিজ্ঞ আদালতের নির্দেশনায় দুই দিনের পুলিশ রিমান্ডে আনার পর ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি মতে তাদের সঙ্গে নিয়ে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন গোস্বামী দূর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে একটি FREEDOM Runner 100 CC মোটরসাইকেল যার চেসিস,নং-BRBVAH150714614 ইঞ্জিন, নং-RB111XAH*150705810* এবং কুষ্টিয়া সদর থানাধীন চর আমলা পাড়া ৩নং ওয়ার্ড এলাকা হতে একটি Pulsar 150 CC মোটরসাইকেল যার চ্যাসিস নং-MD2DHDHZZUCA96753, ইঞ্জিন, নং-DHGBUA87286 উদ্ধার করা হয় এবং সেই সাথে মোটরসাইকেল চোর চক্রের ধৃত আসামী ১। মোঃ জুলফিকার (২৫), পিং- শফিউদ্দিন,সাং-মাঝিলা,থানা-ইবি, ২। মোঃ রনি (২৫), পিং-মোঃ মন্টু কসাই, সাং-চর আমলা পাড়া,০৩ নং ওয়ার্ড, থানা ও জেলা- কুষ্টিয়াদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে চুয়াডাঙ্গা সদর থানার মামলা নং-২১, তারিখ ২৫.০১.২০২৩ ইং মূলে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *