জীবননগর গোপালনগর আদর্শ যুব সংঘের উদ্যোগে রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

জীবননগর অফিস:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোপালনগর আদর্শ যুব সংঘের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের সম্মানে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গোপালনগর জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত

এ ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি ও যুব সংঘের সদস্যরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোপালনগর আদর্শ যুব সংঘের সভাপতি রানা মিয়া

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,

জীবননগর শাখার সেক্রেটারি মাওলানা সাজেদুর রহমান

বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম হোসেন, মোয়াজ্জিন হেলাল উদ্দিন, ইসলামী আন্দোলন জীবননগর পৌর শাখার সভাপতি শাহজামাল উদ্দিন,

জীবননগর পৌর কাউন্সিলর খোকন মিয়া, গোপালনগর আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক রাসেল হোসেন,

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, যুবদল নেতা ইয়াদুল ইসলাম,জামায়াত নেতা আজাম আলী ও লুৎফর রহমান

বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধির শিক্ষা দেয় এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

তাঁরা গোপালনগর আদর্শ যুব সংঘের এ মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ইফতার মাহফিলে যুব সংঘের সকল সদস্যসহ বিপুলসংখ্যক ধর্মপ্রাণ রোজাদার অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *