জীবননগর বালিহুদায় স্বামী-স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তে উঁকিঝুঁকি, প্রতিবাদ করায় হামলা ৩ জন আহত

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে এক দম্পতির ব্যক্তিগত মুহূর্তে উঁকিঝুঁকি মারার ঘটনায় প্রতিবাদ করায়

স্বামীসহ পরিবারের তিনজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসা শেষে জীবননগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী রাবন কুমার হালদার জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার স্ত্রী ঘুমাতে যাওয়ার পর প্রতিবেশী নাজমুল (২৫) জানালা দিয়ে উঁকিঝুঁকি মারতে থাকে।

বিষয়টি বুঝতে পেরে তিনি প্রতিবাদ করলে নাজমুল পালিয়ে যায়। পরে শুক্রবার দুপুর ২টার দিকে নাজমুল ও তার বাবা আব্দুস সাত্তার লাঠিসোটা নিয়ে রাবন কুমারের বাড়িতে এসে তাকে মারধর শুরু করে।

এ সময় তার মা আরতি রানী ও ছোট ভাই শুভ কুমার বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়।

আহত অবস্থায় তারা যখন হাসপাতালে যাচ্ছিলেন, তখনও হামলাকারীরা তাদের ওপর চড়াও হয়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুস শুকুর বলেন, “ঘটনার কথা শুনেছি, তবে আসল কারণ সম্পর্কে নিশ্চিত নই। বিষয়টি খতিয়ে দেখে বলা যাবে।”

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন জানান, “ভুক্তভোগী পরিবার থানায় লিখিত অভিযোগ করেছে।

বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

ভুক্তভোগী পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *