জাহিদ হাসান জিহাদ স্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মো আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে তিয়রবিলা ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১২ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬:৫০ ঘটিকার সময় আলমডাঙ্গা থানাধীন খাসকররা ইউনিয়নের তিয়রবিলা কুটিপাড়া গ্রামস্থ জনৈক শহিদ (৫০), পিতাঃ মৃত কিয়াম উদ্দিন এর কলাবাগানের মধ্যে হতে জুয়া খেলা অবস্থায় নগদ ৩২২০/- (তিন হাজার দুইশ বিশ) টাকা ও ০২ (দুই) সেট তাসসহ ০৪(চার) জন জুয়াড়ীকে জুয়া খেলার মালামাল সহ ধৃত আসামী ১। মোঃ সুজন আলী (২৬), পিতা-মৃত আলী হোসেন, ২। মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃত মঙ্গল হোসেন, ৩। মোঃ দুলু (৪৫) পিতা-শফি উদ্দিন, ৪। মোঃ হাসিবুল (২৬), পিতা-মোঃ সরোয়ার মন্ডল সর্ব সাং-তিয়রবিলা, থানা- আলমডাঙ্গা, জেলা- চুয়াডাঙ্গাদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের আলমডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। এবং গ্রেফতারকৃত আসামীদের কে আদালতে সোর্দপ করা হয়।