মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের উপর হামলার প্রতিবাদে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিমন হোসেন, মহেশপুর প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে জামায়াতের নারী নেত্রীদের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার সকালে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অভিযুক্ত বিএনপির সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মহেশপুর কলেজ মাঠে দলে দলে জড়ো হন জামায়াতের মহিলা কর্মীরা।

একই সময়ে মহেশপুর থানার গেটের সামনেও অবস্থান কর্মসূচি পালিত হয়।

সমাবেশ চলাকালে পুলিশ অভিযুক্তদের মধ্যে ৪ নম্বর আসামি সোহেলকে আটক করে এবং পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা বিভাগের আঞ্চলিক পরিচালক মোবারক হোসাইন।

আরও বক্তব্য রাখেন জেলা আমীর আলী আজম মো. আবু বকর, কোটচাঁদপুর-মহেশপুরের গণমানুষের নেতা অধ্যাপক মতিয়ার রহমান এবং মহেশপুর থানা আমীর অধ্যাপক ফারুক আহম্মদ।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কেউ আইন হাতে তুলে নেবেন না, তবে আঘাত এলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তারা অভিযোগ করেন, নারী কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “তারা নিজেরা মারামারি করে আমাদের বিরুদ্ধে মামলা দিতে পারে, তাই আমাদের সচেতন থাকতে হবে।”

অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “আমরা সব সময় সত্যের পক্ষে কাজ করে যাবো।

মহান আল্লাহ আমাদের সহায়। যারা অন্যায়ভাবে মহিলাদের ওপর হামলা চালিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে।”

সমাবেশে বিপুলসংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন, যারা ন্যায়বিচারের দাবিতে স্লোগান দেন

এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *