জীবননগর অফিস :-
চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দেড় কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর থানাধীন মেদিনীপুর স্কুলপাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাদিকুর রহমান (১৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
অভিযানের নেতৃত্ব ও অংশগ্রহণ
এই সফল অভিযানে নেতৃত্ব দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মামুন হোসেন বিশ্বাস।
অভিযানে আরও অংশ নেন সাব-ইন্সপেক্টর (এসআই) রুবেল হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন ও এএসআই এসএম রাসেল।
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান
জীবননগর উপজেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা‘র নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের আহ্বান
চুয়াডাঙ্গা জেলা পুলিশ সমাজের সকল স্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। মাদক সংক্রান্ত কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদক ও চোরাচালান নির্মূলে এই ধরনের অভিযান নিয়মিত চলবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।