জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পৌর শহরের নারায়নপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের পাঁচজন মারাত্মকভাবে আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনের দু’টি হাত ভেঙে গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়নপুর দক্ষিণপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দীর্ঘদিন ধরে চলমান জমির বিরোধ নিষ্পত্তির জন্য উভয়পক্ষ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জমি মাপজোকের আয়োজন করেন।
তবে মাপজোক চলাকালে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় সংঘর্ষ শুরু হয়।
আহতদের মধ্যে রয়েছেন আলম, আমিনুল, জুয়েল, ববিতা, খুশি ও আনিকা। তারা বর্তমানে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আমিনুল ইসলাম জানান, “মাপজোক চলাকালে প্রতিপক্ষের মুসা ও মাওলা বকসের নির্দেশে আজিম,
সেলিম, পারভেজ, ফারুক, রিপন এবং রিফাত
লাঠিসোটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। আমার ভাই আলমকে তারা বেধড়ক পিটিয়ে দুই হাত ভেঙে দেয় এবং মাথায় আঘাত করে। ব্যবসার জন্য সাথে থাকা ৬৫ হাজার টাকাও তারা নিয়ে যায়।”
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিপক্ষের অতর্কিত হামলায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। জমি বেদখল করার উদ্দেশ্যেই প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে বলে ভুক্তভোগীদের দাবি।
জীবননগর পৌর বিএনপির প্রচার সম্পাদক বকুল হোসেন বলেন, “জমি মাপজোকের সময় উভয়পক্ষের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিপক্ষ আজমের নেতৃত্বে হামলা চালানো হয়।”
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন, “ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। তবে এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং উভয়পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। পুলিশ পরিস্থিতি
পর্যবেক্ষণে রাখছে এবং লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।