জীবননগরে ডিএসও এজেন্টের নিকট থেকে দুই লাখ ১০ হাজার  টাকা ছিনতাই

জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়  রাব্বি হোসেন (২৫) নামের এক “নগদ” ডিএসও (এজেন্ট) এর নিকট থেকে দু’ লাখ ১০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনাটি শনিবার (২২ মার্চ ২০২৫) দুপুর দেড়টার  দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের বেনীপুর-কয়া গ্রামের সংযোগ সড়কে সংঘটিত হয়েছে।

ভুক্তভোগী রাব্বি হোসেন জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ গ্রামের বাসিন্দা হাবিল উদ্দিনের ছেলে।

তিনি তার নিয়ন্ত্রিত বিভিন্ন “নগদ”এজেন্টের নিকট থেকে শনিবার দুপুর দেড়টার দিকে দু’লক্ষ ১০ হাজার টাকা সংগ্রহ করে মোটর সাইকেল যোগে গন্তব্যের উদ্দেশে রওনা দেন।

পথে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার গতিরোধ করে এবং আকস্মিক লাঠি দিয়ে তাকে মারধর
শুরু করে।

একপর্যায়ে তার সাথে থাকা নগদের উক্ত টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিনতাইয়ের শব্দ শুনে দৌড়ে এলেও ছিনতাইকারীদের ধরতে পারেননি।

তবে কয়া গ্রামের প্রত্যদর্শী মনিরুল নামের এক ব্যক্তি দাবী করেছেন, তিনি ছিনতাইকারীদের চিনতে পেরেছেন এবং টাকা উদ্ধারে সহায়তা করবেন।

এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস বলেন,পুলিশ ঘটনাটি তদন্ত করছেন এবং অপরাধীদের সনাক্তকরণ ও গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *