জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের আয়োজনে এক সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় শহরের রয়েল ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পেস্টিসাইড অ্যাসোসিয়েশনের সভাপতি গোবিন্দ কুন্ডু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মজনুর আলম ও শরিফুল ইসলাম জিন্টু, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, যুগ্ম-সম্পাদক রবিউল ইসলাম ও সামসুজ্জামান মিঠু,
সাংগঠনিক সম্পাদক আরজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক জামিল শাহরিয়ার এবং কোষাধ্যক্ষ আসাদুজ্জামান তিতাস।
এছাড়াও সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য লিটন মিয়া, আরমান মুন্সী, নুরুজ্জামান মন্টুসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে অতিথিরা রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্ববোধের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড
নিয়ে মতবিনিময় করেন। মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।