সাংবাদিক বসির আহাম্মেদের পুত্র নিশাদের ১০টি রোজা সম্পন্ন

বিশেষ প্রতিনিধি,ঝিনাইদহ:-

ঝিনাইদহের বিষয়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র তাহফিম আহাম্মেদ নিশান (৮)

এবছর পবিত্র রমজানে ১০টি রোজা পালন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

দৈনিক রানার পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাংবাদিক বসির আহাম্মেদের এই শিশু পুত্র ছোটবেলা থেকেই ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যাস গড়ে তুলেছে।

শনিবার, ইফতারের মাধ্যমে নিশাদ তার ১০ম রোজা সম্পন্ন করে। এবছর প্রথমবারের মতো পূর্ণ রমজান মাস রোজা রাখার সংকল্প নিয়েছিল সে।

শুধু রোজা পালন করাই নয়, নিশাদ নিয়মিত ২০ রাকাত তারাবিহ নামাজসহ পাঁচ ওয়াক্ত নামাজও আদায় করেছে।

তার এই ধর্মীয় অনুপ্রেরণা আশেপাশের অন্যান্য শিশুদের মাঝেও ছড়িয়ে দিতে চায় সে।

তাই তার ইচ্ছা, তার রোজা পালনের খবর সংবাদপত্র ও টেলিভিশনে প্রচার হোক, যেন অন্য শিশুরাও উৎসাহিত হয়।

নিশাদের এই মহতী উদ্যোগ উদযাপন করতে বিষয়খালী দক্ষিণপাড়া পুরাতন জামে মসজিদে

শতাধিক রোজাদারের সাথে সে ইফতার সম্পন্ন করে। তার এই সফলতার জন্য পরিবারের সদস্যরা গর্বিত। নিশাদের দাদা-দাদী,

নানা-নানি, পিতা-মাতা, চাচা-ফুপু, মামা-খালা, ভাই-বোনসহ সকল আত্মীয়-স্বজন তার জন্য দোয়া চেয়েছেন, যেন সে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারে।

এছাড়াও ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. রায়হান, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,

এটিএন বাংলার জেলা প্রতিনিধি নিজাম জোয়াদ্দার বাবলু, দেশ রূপান্তর ও এশিয়ান টেলিভিশনের এম. রবিউল ইসলাম রবি,

সময় টিভির ঝিনাইদহ প্রতিনিধি রোটাস রহমান সোহাগ, কালবেলার জেলা প্রতিনিধি শেখ ইমন, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন পারভেজ মোশারফ,

সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া এবং দৈনিক রানার পরিবারের সকল সদস্য নিশাদের জন্য শুভকামনা জানিয়েছেন।

উল্লেখ্য, গত বছর নিশাদ দ্বিতীয় শ্রেণির ছাত্র থাকাকালীন জীবনের প্রথম তিনটি রোজা পালন করেছিল।

এবছর ১০টি রোজা পালনের মধ্য দিয়ে সে নিজেকে আরও আত্মপ্রত্যয়ী করে তুলেছে।

তার এই অদম্য ইচ্ছাশক্তি এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার অভ্যাস নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

নিশাদের জন্য সকলে দোয়া করবেন, যেন সে সুস্থ থেকে আগামী বছর আরও বেশি রোজা রাখতে পারে এবং একটি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন জীবন গড়ে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *