জীবননগরে বাংলাদেশ খেলাফত মজলিসের দোয়া ও ইফতার মাহফিল: ইসলামী দলগুলোর ঐক্যের ডাক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগরে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার আসরের নামাজের পর শহরের বিলাসবহুল থ্রি-স্টার হোটেলে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি শাহ জামাল। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মুফতি শুয়াইব আহম্মেদ কাশেমী।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মাহবুবুর রহমান গওহরী।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন,বাংলাদেশ খেলাফত মজলিস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জুবায়ের খান,জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী আমির

মাওলানা সাজেদুর রহমান,জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেন,বাংলাদেশ খেলাফত মজলিস জীবননগর শাখার বায়তুল মাল

সম্পাদক মুফতি আল আমিন,সহ-সম্পাদক হাফেজ মাওলানা হুসাইন আহম্মেদ,

সহ-সম্পাদক মুফতি মাহমুদুল হাসান,মাওলানা বদরুজ্জামান,

জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান,বাংলাদেশ ইসলামী আন্দোলন জীবননগর উপজেলা শাখার সভাপতি মাওলানা সাজেদুর রহমান,

জীবননগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সোহেল পারভেজ ও সদস্য সচিব হৃদয় হোসেন।

বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সকল ইসলামী দলকে ঐক্যবদ্ধ হতে হবে। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিকল্প নেই।

তারা মনে করেন, যদি ইসলামী দলগুলো এক সাথে নির্বাচন  করে, তবে বিজয় নিশ্চিত হবে এবং ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথ সুগম হবে।

 ইসলামী আন্দোলন নেতা মাওলানা সাজেদুর রহমান বলেন, “ইসলামী দলগুলো যদি ঐক্যের ডাক দেয়, তাহলে নতুন করে দল গঠনের প্রয়োজন নেই। বরং সব ইসলামী দল ও তাদের সমর্থকদের একত্রিত করার উপায় বের করতে হবে।

অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় মুসল্লি ও রোজাদাররা অংশ নেন।  আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। পরে আগত অতিথি ও রোজাদারদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণের প্রত্যাশা পূরণে ইসলামী দলগুলোর ঐক্য এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে।

তারা ইসলামী চিন্তা-চেতনায় বিশ্বাসী সব দলকে একই ছাতার নিচে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *