কোটচাঁদপুরে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

আবু সাইদ শওকত আলী,কোটচাঁদপুর প্রতিনিধি:

“সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত”—এই মূলমন্ত্রকে ধারণ করে ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) বিকেলে পৌর শহরের আল ফালাহ ইসলামী সেন্টারে অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন

পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহাবুদ্দিন আহমেদ সাবু।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়র রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, ইতিহাসে ইসলামের বিজয়ে যুবকদের ভূমিকা ছিল অপরিসীম। মহান আল্লাহর কাছে যুবকদের ইবাদত অত্যন্ত প্রিয়।

বাংলাদেশের স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনো দেশে ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয়নি।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজকে এগিয়ে আসতে হবে এবং নৈতিক নেতৃত্ব গঠনে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের যুব, মিডিয়া ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল রহমানসহ যুব বিভাগের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা যুবকদের নৈতিক উন্নয়ন, সমাজ সংস্কার এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় সচেতন ও

কার্যকর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *