আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ:-
ফিলিস্তিনে চলমান সহিংসতা ও সাধারণ মানুষের ওপর হামলার প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) জুমার নামাজের পর ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় মসজিদের ইমাম, খতিব, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম উলামা ঐক্য পরিষদের সভাপতি হাফেজ মাওলানা তরিকুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন শৈলকুপা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার হোসেনসহ অন্যান্য বিশিষ্টজনরা।
বক্তারা বলেন, ফিলিস্তিনে যে হামলা চলছে, তা মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা বিশ্ব সম্প্রদায়, বিশেষ করে মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
বক্তব্যের সময় মানবতা, ন্যায়বিচার এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরা হয়।