শৈলকুপায় চাঁদা না দেওয়ায় হামলার শিকার গরু ফার্মের ম্যানেজার, গুরুতর আহত

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় চাঁদা না দেওয়ায় আলম শেখ (৫০) নামে এক ব্যক্তি সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

রবিবার (১৩ এপ্রিল) সন্ধ্যার পর উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত আলম শেখ মির্জাপুর গ্রামের লুৎফর শেষের ছেলে। তিনি পার-কাঁচেরকোল গ্রামের হাজী শওকত ওরফে শহীদের মালিকানাধীন একটি গরু ফার্মের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই গরু ফার্মের মালিক শহীদের কাছে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র মোটা অঙ্কের চাঁদা দাবি করে।

মালিক দেশের বাইরে থাকায় এবং চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে আলম শেখকে লক্ষ্য করে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা চালানো হয়।

আহতের ভাষ্যমতে, রবিবার সন্ধ্যায় তিনি ফার্ম থেকে বাড়ি ফিরছিলেন।

এ সময় কাঁচেরকোল গ্রামের লতিফ খার ছেলে ইসমাইল, তুজাম মোল্লার ছেলে শাহিদ, ও নারজু শেখের ছেলে হৃদয়সহ কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

আলম শেখ অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, শালিস বাণিজ্যসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত। হামলার পেছনে তাদেরই ভূমিকা রয়েছে।

আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, তারা এ ঘটনায় শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সাধারণ মানুষ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর হস্তক্ষেপ প্রত্যাশা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *