কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইমামের মর্মান্তিক মৃত্যু

বিশেষ প্রতিনিধি

কুষ্টিয়ার ইসলামিক বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলী (৭২) নামে এক ইমাম নিহত হয়েছেন।

নিহত মোহাম্মদ আলী ছিলেন স্থানীয় খেজুরতলা জামে মসজিদের ইমাম এবং মৃত মফিজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার ভোরে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে পৌঁছালে

চুয়াডাঙ্গাগামী একটি পাথরবোঝাই ট্রাক (কুষ্টিয়া-ট-১১-২৬৩৯) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় জনতা তৎপরভাবে ঘাতক ট্রাকটি আটক করে চালক রাজা মিয়া ও হেলপার মাসুদ রানাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

খবর পেয়ে ইবি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে ইমামতি করে আসা মোহাম্মদ আলীর মৃত্যুতে মুসল্লি ও স্থানীয়রা গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *