গঞ্জেরখবর প্রতিবেদক | শৈলকুপা, ঝিনাইদহ:-
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দনপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
টিসিবির তালিকাভুক্ত ৯১৫ জন কার্ডধারীর মধ্যে প্রায় শতাধিক গ্রাহক নির্ধারিত সময়েও পণ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
রোববার সকালে পণ্য না পেয়ে ভুক্তভোগী গ্রাহকরা টিসিবি কার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানান।
তাদের অভিযোগ, ডিলাররা আগেই সব পণ্য বিতরণ শেষ হয়ে গেছে বলে জানালেও, বাস্তবে অনেকেই এখনো কিছুই পাননি।
এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ডিলার জাপান মিয়া দাবি করেন, “সকল কার্ডধারীদের মধ্যেই পণ্য বিতরণ সম্পন্ন হয়েছে।”
তবে গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠেছে—সবাই যদি মাল পেয়ে থাকেন, তবে এই শতাধিক কার্ডধারী কোথা থেকে এলেন?
এ বিষয়ে নিত্যানন্দনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের টিটু শিকদার বলেন, “বিষয়টি নিয়ে আমরা ডিলারের সঙ্গে আলোচনা করছি।
যেসব কার্ডধারী এখনো পণ্য পাননি, তাদের হাতে দ্রুত সময়ের মধ্যে পণ্য বুঝিয়ে দেওয়া হবে। কোনো গ্রাহক যেন বঞ্চিত না হন, তা নিশ্চিত করা হবে।”
স্থানীয়রা আশা করছেন, টিসিবি পণ্য বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা যাবে।