জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের ভাদু মোড়ের ভাদু এক মাদকাসক্তের মাতলামির শিকার হয়ে আহত হয়েছেন। ঘটনাটি শনিবার রাতে সংঘটিত হয়েছে। আহত ভাদু(৬৫) জীবননগর হাসপাতালে চিকিৎসা শেষে ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবখালী পুরাতনপাড়ার মৃত ফজের শেখের ছেলে আব্বাস আলী শেখ ওরফে ভাদু মাধবখালী মোড়ে দীর্ঘদিন ধরে একটি টোং দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। তার কারণে ওই স্থান এখন ভাদুর মোড় হিসাবে উপজেলাবাসীর নিকট ব্যাপক ভাবে পরিচিতি। দোকানি ভাদু শারীরিক ভাবে অসুস্থ্য। তিনি প্রতিদিনের মত শনিবার রাত সাড়ে ৮ টার দিকে দোকানের কিছু মালামাল নিয়ে বাড়ী যাচ্ছিলেন। পথিমধ্যে একই গ্রামের কাতু মন্ডলের ছেলে মাদকাসক্ত উজ্জলের সামনে পড়ে। উজ্জল হোসেন মাদকাসক্ত অবস্থায় কোন কারণ ছাড়াই তাকে চেপে ধরে উপরের দিকে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। এতে মারাত্মক ভাবে ভাদু শেখ আহত হন।
ঘটনার শিকার ভাদু শেখ বলেন,আমি প্রতিদিনের মত দোকানদারি শেষে রাত সাড়ে ৮ টার দিকে বাড়ী ফিরে যাচ্ছিলাম। রাস্তায় উজ্জল মাতলামি করতে করতে যাচ্ছিল। সে আমাকে দেখেই চেপে উপরে তুলে মাটিতে আছাড় মেরে ফেলে দেয়। আমার নিকট থাকা দোকানের মালামালগুলো টান মেরে ফেলে দেয়। আমার পকে থাকা টাকা পয়সাও খোয়া যায়। আমি হাসপাতালে চিকিৎসা শেষে ঘটনার ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছি।
জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক বলেন,ঘটনার ব্যাপারে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে। কোন মাদকাসক্তের ব্যাপারে কোন ছাড় হবে না।