জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগর পৌর আন্ত: ওয়ার্ড ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার পর জীবননগর স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয়ে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশগ্রহণ করেন পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজার, ক্রীড়া সংগঠকসহ স্থানীয় ক্রীড়ামোদী জনগণ। টুর্নামেন্টকে কেন্দ্র করে শহরে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এই আয়োজনে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাজাহান কবির,সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, সহ-সভাপতি তাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শফি উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির ইকবাল ঠান্ডু ও শাহজাহান
আলী।
এছাড়াও র্যালীতে অংশ নেন জীবননগর উপজেলা বিএনপির নেতা আরিফুজ্জামান আরিফ,
পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল রশিদ, সততা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোজাম্মেল হক খোকন, মৌরি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুল হামিদ, ভাই ভাই ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী মো. জসিম উদ্দিন,
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সুজন খন্দকার এবং জীবননগর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মামুন।
র্যালীতে প্রধান অতিথি শাহজান কবির বলেন, “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়,এটি তরুণ সমাজকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক রাখার একটি বড় মাধ্যম।
আমরা চাই এই ধরনের আয়োজন আরও নিয়মিত হোক’’। আয়োজক কমিটর পক্ষ থেকে জানানো হয়,
এবারের টুর্নামেন্টকে ঘিরে ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
খেলা হবে নক-আউট পদ্ধতিতে এবং প্রতিটি ম্যাচেই দর্শকদের জন্য থাকবে বিশেষ
আয়োজন।