ঝিনাইদহে আঃ রউফ ডিগ্রি কলেজে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

আবু সাইদ শওকত আলী, বিশেষ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে অবস্থিত আঃ রউফ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে একটি জামে মসজিদ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার (তারিখ উল্লেখ করুন) সকালে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উল্লেখ্য, কলেজটি ১৯৯৪ সালে তৎকালীন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান প্রতিষ্ঠা করেন।

দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের নামাজ আদায়ের জন্য একটি উপযুক্ত স্থানের অভাব ছিল।

কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থী,

শিক্ষক ও স্থানীয় জনগণের প্রয়োজন বিবেচনায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, হরিণাকুন্ডু উপজেলা

পরিষদের সাবেক চেয়ারম্যান এবং জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট এম.এ মজিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির

সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলমগীর হোসেন আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউল ইসলাম ফিরোজসহ আরও অনেক নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের অধ্যক্ষ জে. এম. রবিউল ইসলাম।

উক্ত মসজিদ নির্মাণ কাজ শুরু হওয়ায় শিক্ষার্থীদের ধর্মীয় চর্চার সুযোগ যেমন বৃদ্ধি পাবে, তেমনি এটি

স্থানীয়দের জন্যও এক গুরুত্বপূর্ণ উপাসনালয়ে পরিণত হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *