জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগরে স্থানীয় ক্রীড়া উন্নয়নে অবদান রাখায় ‘আলোকিত ফুটবল একাডেমিকে ফুটবল উপহার দিয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ খন্দকার গোলাম মওলা-বিপিএম-সেবা।
শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের সময় জীবননগর স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপারের পক্ষে
ফুটবল তুলে দেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুন হোসেন বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন জীবননগরন পৌর বিএনপির সভাপতি মো: শাজাহান কবির, সাধারণ সম্পাদক মো: সামসুজ্জামান ডাবলু,
৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও আলোকিত ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মো: সাইদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক
মো: মামুন পারভেজ, পৌর বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো: কালাম হোসেনসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও সমাজ কর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের ক্রীড়ামুখী করতে এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
পুলিশ প্রশাসনের এ ধরনের সহযোগিতা স্থানীয় ক্রীড়া উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
আলোকিত ফুটবল একাডেমির পক্ষ থেকে পুলিশ সুপার ও থানা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
করা হয় এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানানো হয়।