গৌরীপুরে এক হাজার ৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর গ্রেফতার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১,৮০০ পিস ইয়াবাসহ জামাই ও শ্বশুরকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাঙাটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন—সজিব আহমেদ (পিতা: আব্দুল কদ্দুছ) এবং তার শ্বশুর মো. রইছ উদ্দিন (পিতা: নুর হোসেন)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজিব

আহমেদের শরীর এবং ঘরে তল্লাশি করে ১০টি প্যাকেটে  মোট  এক  হাজার ৮০০  পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর মধ্যে ৮টি প্যাকেটে ২০০ পিস করে এবং বাকি ২টি প্যাকেটে ১০০ পিস করে ইয়াবা ট্যাবলেট ছিল।

তিনি আরও জানান, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল নম্বর সজিব আহমেদ তার শ্বশুর মো. রইছ উদ্দিনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সংগ্রহ করেছিলেন।

দীর্ঘদিন ধরে এই নম্বর ব্যবহার করে তিনি মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরেক পরিদর্শক কানিজ ফাতেমা বলেন, আটককৃতদের বিরুদ্ধে গৌরীপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এই চক্রের সঙ্গে আরও যারা জড়িত, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী এই অভিযানকে এলাকাবাসী স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান হলে যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *