আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে ফিলিস্তিনে চলমান মানবাধিকার লঙ্ঘন ও
গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার আসরের নামাজ শেষে স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক জনসাধারণ অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন ও সাধারণ মানুষের ওপর চালানো বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।
তারা বলেন, বিশ্ব সম্প্রদায় বিশেষ করে মুসলিম বিশ্বের নিরবতা অত্যন্ত হতাশাজনক।
মানবিক বিপর্যয়ের এই সময়ে বিশ্ব নেতাদের আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বক্তব্যে সাবেক মহারাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাজেদুর ইসলাম মাজু বলেন,
“ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ওফিলিস্তিনিদের উপর গণহত্যা মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ।
আমাদের প্রতিবাদ হবে শান্তিপূর্ণ কিন্তু দৃঢ়। আমরা ইসরায়েল ও তার মিত্র দেশের পণ্য বয়কটের মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলবো।”
তিনি আরও বলেন, “প্রতিবাদের ভাষা হবে সংযত ও সচেতন। আমরা কোনো ধরনের সহিংসতা বা সংঘাত চাই না।
বরং সচেতন নাগরিক হিসেবে ভোক্তা অধিকার প্রয়োগ করেই আমরা প্রতিবাদ জানাবো।”
সমাবেশে বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক
মানবাধিকার সংগঠনগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
এ ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদে স্থানীয় জনগণের ব্যাপক অংশগ্রহণ ইঙ্গিত দেয় যে,
সাধারণ মানুষও আন্তর্জাতিক অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও সচেতন।