রোববার দর্শনা কেরু এন্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারীর দ্বিবার্ষিক নির্বাচন

জাহিদ  হাসান  স্টাফ রিপোর্টার :
দেশের  সবচাইতে বড়  চুয়াডাঙ্গার দর্শনা  কেরু এন্ড  কোম্পানি দেশের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান ।   এই প্রতিষ্ঠানের ঐতিহ্যবাহী শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন আজ। নিয়মানুযায়ী ভোটের এক দিন পূর্বেই বন্ধ হয়েছে সকল প্রকার প্রচার—প্রচারণা। নির্বাচন পরিচালনা কমিটির বেঁধে দেওয়া আচরণবিধি অনুযায়ী কেরুজ প্রাইমারি স্কুল সংলগ্ন নতুন হাইস্কুলে সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারে নির্বাচনে সভাপতি পদে দুজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থিতা করছেন। গতকাল শুক্রবার রাতে গত নির্বাচনে বিজয়ী প্যানেল এবারও দুই সংগঠনের নেতা—কর্মীদের নিয়ে প্যানেল ঘোষণা করেছে। প্যানেলের সভাপতি প্রার্থী ফিরোজ আহমেদ সবুজ ও সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। এছাড়াও সভাপতি প্রার্থী তৈয়ব আলী, সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুল ইসলাম প্রিন্স ও জয়নাল আবেদীন নফর নেতা—কর্মীদের নিয়ে প্যানেলভুক্ত না হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
এদিকে, ভোটকে কেন্দ্র করে শ্রমিক ও কর্মচারীদের জল্পনা—কল্পনার শেষ নেই। শ্রমিক—কর্মচারীরা প্রত্যেকেই নিজ নিজ দলের বিজয়ের জন্য আশাবাদ ব্যক্ত করছেন। তবে কিছু সাধারণ ভোটারদের বক্তব্যে উঠে এসেছে ভিন্ন তথ্য। তাঁদের দাবি, এবারের ভোটে পাল্টে যেতে পারে সব সমীকরণ। এখন শুধু দেখা ও অপেক্ষার পালা।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) সাইফুল ইসলাম জানান, এবারের নির্বাচনে চূড়ান্ত ভোটার সংখ্যা ১ হাজার ১৮৭ জন। নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ফিরোজ আহাম্মেদ সবুজ ছাতা প্রতীক ও তৈয়ব আলী বাইসাইকেল নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাসুদুর রহমান মাসুদ চাঁদতারা প্রতীক, মনিরুল ইসলাম পিন্স (আনারস), জয়নাল আবেদীন নফর (হারিকেন), সহসভাপতি এসএম কবির কলস প্রতীক, আনিসুর রহমান (গরুর গাড়ি), রেজাউল করিম (টেবিল), মফিজুল ইসলাম (তালাচাবি), সহ—সম্পাদক মোস্তাফিজুর রহমান চেয়ার প্রতীক, খবির উদ্দিন (আম), হাফিজুর রহমান (হাস), মহিদুল ইসলাম (হাতপাখা) আতিয়ার রহমান (মাছ), দপ্তর সম্পাদক পদে সালাউদ্দিন সনেট উড়োজাহাজ প্রতীক, আবুল হোসেন (হরিণ), প্রচার সম্পাদক পদে ইয়াসির আরাফাত কঁুড়েঘর প্রতীক, মিজানুর রহমান (মোরগ), আব্দুল কুদ্দুস (মোবাইল ফোন), কোষাধ্যক্ষ খন্দকার কায়েশ আব্দুল্লাহ রিকশা প্রতীক, আবু সাঈদ (কাঁঠাল), সদস্যদের মধ্যে ১ নম্বর ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, ২ নম্বর ওয়ার্ডের বাবর আলী বেলচা প্রতীক, আব্বাস আলী (বালতি), আমিনুল ইসলাম (ডাব), ৩ নম্বর ওয়ার্ডের বাবুল আক্তার গোলটুপি প্রতীক, জাহিদুল ইসলাম (ডাব), মোজহারুল (হাতুড়ি), ইসলাম (আখের আটি), ৪ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমান ডাব প্রতীক, শরিফুল ইসলাম (টর্চলাইট), কামরুল হাসান (আখের আটি), ৫ নম্বর ওয়ার্ডের সাইফুদ্দিন সুমন ডাব প্রতীক, সাহেব আলী শিকদার (টর্চলাইট), মোহাম্মদ হারিজুল ইসলাম (আখের আটি), ৬ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাজেদুল ইসলাম ডাবলু, নুরুল ইসলাম ও মজিবর রহমান, ৭ নম্বর ওয়ার্ডের জাহিদুল ইসলাম গাভী প্রতীক, জাহিরুল ইসলাম (বালতি), ইদ্রিস আলী (ডাব), রবিউল ইসলাম (বেলচা), আজাদ আলী (হাতুড়ি) এবং তারাপদ বিশ্বাস (আখের আটি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *