জীবননগর অফিস:
চুয়াডাঙ্গার জীবননগরে শেষ মুহুর্তে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।প্রাথীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে,দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।
সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত জীবননগর পৌর শহরসহ উপজেলার সীমান্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রার্থী হাজী মোঃ আলী আজগার টগর এমপি।এ সময় গঙ্গাদাসপুর পুর্বপাড়া গ্রামবাসীর সাথে এক মতবিনিময় সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-২ আসনের নৌকার প্রাথী হাজী মোঃ আলী আজগার টগর এমপি,জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল লতিফ অমল,জীবননগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা,জীবননগর পৌর
সভার মেয়র রফিকুল ইসলাম,সাবেক মেয়র জাহাঙ্গীর আলম,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা,কে,ডি,কে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু,সীমান্ত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা,সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন,আওয়ামীলীগ নেতা হানিফ আলী ,শাহাবুল,মহিদুল ইসলাম,ছবদুল হোসেন,আব্দুল্লাহ প্রমুখ।