জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসা’র সভাপতি নির্বাচিত করার লক্ষ্যে নব-নির্বাচিত অভিভাবক সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটে সভাপতি পদে হাড্ডা-হাড্ডি লড়াইয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১১ থেকে জীবননগর মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিসহ সর্বমোট ৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী দু’পক্ষের অনুকূলে সভাপতি পদে ৪-৪ টি সমান সংখ্যক ভোট পড়ে।
শেষ পর্যন্ত লটারীতে সভাপতি পদ জিতে নিলেন রুস্তম-মুকুল-জাহাঙ্গীর-ঝুমুক মেম্বার ওরফে কাজী প্যানেলের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ও আওয়ামীলীগের প্রবীণ রাজনীতিবিদ,পাঁকা গ্রামের কৃতি সন্তান হাজী ইউসুফ আলী।
জানাগেছে, জীবননগর উপজেলার পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসার লটারিতে বিজয়ী সভাপতি হাজী ইউসুফ আলীর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন উক্ত নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার সৈয়দ আব্দুল জব্বার।
সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন মফিদুল ইসলাম কিরণ ও মফিজুর রহমান।
রুস্তম-মুকুল-জাহাঙ্গীর-ঝুমুক মেম্বার ওরফে কাজী প্যানেলের নিকট পরাজিত হয়েছেন সাইফুল ইসলাম মালিতা প্যানেল।এ সময় উপস্থিত ছিলেন, পাঁকা দারুস সালাম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম,সুপার হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম।
নব-নির্বাচিত সভাপতিকে শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক এসএম নাসিম উদ্দীন দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ সহ সকল সদস্যবৃন্দ।
মাদ্পরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম সহ কাজী প্যানেল ও সুপার হযরত মাওলানা ওয়াহেদুজ্জামান আলম।
নব-নির্বাচিত সভাপতি হাজী ইউসুফ আলী অত্র মাদরাসার শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগীতা চেয়েছেন।