ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে মটারসেল উদ্ধার করেছে বিজিবি।

জীবননগর অফিস:-

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে।  শনিবার  সকালে  উপজেলার লড়াই ঘাট গ্রামের একটি শিমের  ক্ষেত থেকে এই মর্টার শেলটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান,গত ১৬ ই আগস্ট রাত ১০টার দিকে লড়াই ঘাট বিজিবি ক্যাম্পের ৭০০ গজ দূরে বিকট একটি শব্দ হয়ে চারপাশ আলোকিত হয়ে যায়। আলো ও শব্দের কারণ না জানতে পারায় বিষয়টি স্বাভাবিক মনে করে এলাকাবাসী। এরপর আজ সকালে ওই গ্রামের নাজু হোসেন তার শিমের ক্ষেতে কাজ করতে যায়।

কাজের এক পর্যায়ে একটি  মটারসেলটি দেখতে পায়।পরে দ্রুত স্থানীয় লড়াইঘাট বিজিবি ক্যাম্পে খবর দিলে পরে তারা এসে আশপাশের লোকজনের সরিয়ে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করে। এ ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে ভারতীয় বিএসএফকে মোবাইল ও চিঠির মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। কিন্তু বিএসএফ তা অস্বীকার করেন। পরে বিজিবি ভারতীয় বিএসএফকে সমস্ত তথ্য উপাত্ত সহকারে উপস্থাপন করেন। বিএসএফ পরবর্তীতে ঘটনার কথা স্বীকার পতাকা বৈঠকের আহবান করেন।

বিজিবি সুত্রে জানা যায়, আগামী ২ সেপ্টেম্বর পতাকা বৈঠকের পর ঘটনার ব্যাপারে সব কিছুই জানা যাবে।এদিকে এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *