জীবননগর নিশ্চিন্তপুরে প্রতিপক্ষের জমির ৭৫০ টি ফলন্ত কলা গাছ কেটে সাবাড় ১০ টাকার ক্ষতি

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর মাঠে জমি জায়গার বিরোধকে কেন্দ্র করে ৭৫০ টি ফলন্ত কলা গাছ প্রকাশ্যে কেটে সাবাড় করেছে প্রতিপক্ষরা।এতে দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। ঘটনাটি মঙ্গলবার সকালের দিকে সংঘটিত হয়েছে। এ ঘটনায় জীবননগর থানায় ২১ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হুসাইন বলেন,আমাদের গ্রামের আব্দুল করিম প্রধানদের সাথে জমি জায়গা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আমরা আমাদের বাড়ীর অদুরে নদীরধার মাঠে ৬০ শতক জমিতে কলা বাগান করি। জমির কলা গাছগুলো বর্তমানে ফলন্ত।

এই অবস্থায় মঙ্গলবার সকালে আব্দুল করিম প্রধানের ছেলে দাউদ,আবু মুসা,ইছা,আয়ুব,ইয়াকুব,মোতালেব,শহিদুলের ছেলে আমিরুল,আব্দুস সালাম,আবু কালাম,ইছার ছেলে আরিফুল,সাকিব,

আব্দুল প্রধানের ছেলে আদম,নঈম, আক্কাসের ছেলে আব্বাস,সামসুল প্রধানের ছেলে রহিম,আলী হোসেন,শহিদুলের স্ত্রী আনোয়ারা,জাকির হোসেনের স্ত্রী লাকী খাতুন,

আন্দুলবাড়ীয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হোসেন,ইসমাইলের ছেলে আবু বাক্কা এবং নিশ্চিন্তপুর গ্রামের মফিজুল হক মঙ্গলবার সকাল ১১ টার দিকে জমির ৭৫০ টি ফলন্ত কলা গাছ কেটে দিয়ে তারা আমাদের দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে। আমাদের লোকজন তাদেরকে বাঁধা দিতে গেলে তারা মারমুখি আচরন করায় ফিরে আসতে বাধ্য হয়।

আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মফিজুল ইসলাম মাফি বলেন,ঘটনাটি আমি শুনেছি। জমি জায়গা নিয়ে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তবে জেনে শুনে বিস্তারিত পরে জানানো যাবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। একজন অফিসারকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সকল অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *