জীবননগর অফিস:-
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিশ্চিন্তপুর মাঠের বিরোধপুর্ণ কলা ক্ষেতের জমি দু’পক্ষের মধ্যে পাল্টাপাল্টি দখলের ঘটনা ঘটেছে।
জমি দখলকে বাড়ী ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি মঙ্গলবার থেকে শুরু করে বুধবার পর্যন্ত কয়েক দফায় সংঘটিত হয়েছে।
এ ঘটনায় জীবননগর থানায় ভুক্তভোগী পরিবারগুলো একাধিক লিখিত অভিযোগ করেছেন। জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৃত বীর
মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হুসাইন বলেন,আমাদের গ্রামের আব্দুল করিম প্রধানদের সাথে জমি জায়গা নিয়ে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
তারা হঠাৎ করে মঙ্গলবার সকাল ১১ টার দিকে ২১-২২ জন বিরোধপুর্ণ ৬০ শতক জমি তাদের দখলে নিয়ে আমাদের লাগানো ৭৫০ টি ফলন্ত কলা গাছ কেটে সাবাড় করে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
তবে করিম প্রধানের ছেলে দাউদ হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা কারো জমি দখল করিনি বরং আমাদের জমি দীর্ঘদিন পর প্রতিপক্ষ আনোয়ার হুসাইনদের দখল থেকে উদ্ধার করি।
আমরা জমির বৈধ মালিক হলেও আনোয়ারহু সাইনরা তা গায়ের জোরে বেদখল করে ভোগ দখল করে আসছিল।
কন্তু বুধবার সকালে আনোয়ার হুসাইন তার ভাড়াটিয়া লোকজন নিয়ে উক্ত জমি আবারও দখল করে জমি চারিদিকে কাটাতারের বেড়া দিয়েছে।
কলা গাছ ফলন্ত প্রমাণ করতে পারলে আইনে যে শাস্তি হয় তা মেনে নিতে রাজি আছি। কলা গাছগুলো মুলত: মুড়ি গাছ।র্থাৎ পুরাতন গাছ থেকে নতুন গাছের সৃষ্টি ।
আন্দুলবাড়ীয়া ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মাফিজুর রহমান মাফিব বলেন,মাফিজুর রহমান মাফি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমার জানামতে জমি সরকারী। কিন্তু দাউদ হোসেন কি ভাবে কাগজপত্র করেছে তা জানা নেই।দশ বছর পর দাউদ হোসেনরা মঙ্গলবার সকালে জমি কলা গাছ কেটে দিয়ে দখলে নেই।
অন্যদিকে বুধবার সকালে আবারও আনোয়ার হুসাইনরা সেই একই জমি দখলে নেই।
জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবিদ হাসান বলেন,ঘটনার ব্যাপারে একাধিক লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।