জীবননগরে  আউশ ব্রি-৯৮ জাতের মাঠ দিবস বাম্পার ফলন ও দামে খুশি কৃষক

জীবননগর অফিস:-

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভাবনী নতুন জাতের ব্রি-৯৮ আউশ ধানের বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।

নতুন জাতের উদ্ভাবনী ব্রি-৯৮ জাতের ধানের বুধবার বিকালে ধোপাখালী মাঠে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে এ জাতের ধানের বাম্পার ফলন ও দাম নিয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকেরা।

জীবননগর উপজেলার উচ্চ ফলনশীল ব্রি-৯৮ জাতের আউশ ধানের আবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

চলতি বছর উপজেলায় উল্লেখ যোগ্য জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ব্রি-৯৮ জাতের আউশ ধানের আবাদ হয়েছে ৪৭ হেক্টর জমিতে। কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবের বাইরেও আরো অনেক জমিতে এ জাতের ধানের আবাদ হয়েছে বলে কৃষকদেও দাবী। ব্রি-৯৮ জাতের ধানের ফলনও বাম্পার হয়েছে এবং বাজারে দামও বেশ ভাল পাচ্ছেন কৃষকেরা।

উপজেলার ধোপাখালী মাঠে বুধবার বিকালে ব্রি-৯৮ জাতের আউশ ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন কালা গ্রামের কৃষক শফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কুষ্টিয়া আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা খন্দকার দিল আফরোজ। সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা সুমন হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কুষ্টিয়া আঞ্চলিক ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকতা নাহিদা আক্তার।

এ সময় কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন,এসএমই কৃষক রাজেদুল ইসলাম,জাহাঙ্গীর আলম,শাহজান আলী,আনোয়ারুল ইসলাম,রেজাউল করিম,জাহিরুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *