চুয়াডাঙ্গার ডিসির ফোন নম্বর হ্যাক

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের অফিসিয়াল মোবাইল নম্বরটি অজ্ঞাত হ্যাকাররা হ্যাক করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে তার ফোন নম্বরটি হ্যাক করা হয়।

জেলা প্রশাসকের(ডিসি) ব্যবহৃত ফোন নম্বর ০১৭১৫০৪৯৭২৫ থেকে এদিন  সকালে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ পাঠায় প্রতারক চক্রটি। সেখান থেকে বলা হয়,আর্জেন্ট ১৫ হাজার টাকা লাগবে এখনই। এই নাম্বারে পাঠান 01623692691 (বিকাশ পার্সোনাল)।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক। পাশাপাশি এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, খুব দ্রুতই ব্যবস্থা নেয়া হচ্ছে। কেউ যেন ভুল করে প্রতারকের খপ্পরে না পড়েন। উল্লেখিত নম্বরে কোন টাকা লেনদেন না করার অনুরোধ রইল। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *