জাতীয় পার্টির ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলা: সরকারকে কঠোর সমালোচনা জি এম কাদেরের

গঞ্জেরখবর ডেস্ক:-

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির জন্য তিনি সরকারকেই দায়ী করেন।

তার মতে, এই সরকারের দ্রুত বিদায় দেশ ও জাতির জন্য মঙ্গল।

বুধবার রাজধানীর কচুক্ষেত সংলগ্ন ‘দ্যা বুফে প্যালেস’-

এ জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত ইফতার মাহফিলে সন্ত্রাসী হামলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “এই সরকার নির্বাচনের নামে প্রহসন করছে। নিরপেক্ষতা হারিয়ে নিজেদের লোক দিয়ে একটি নতুন রাজনৈতিক দল তৈরি করেছে এবং সেটিকে ক্ষমতায় আনার চেষ্টা করছে।

সাধারণ জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।”

ইফতার মাহফিলে হামলা ও পুলিশের নিষ্ক্রিয়তা

বিকেল সাড়ে পাঁচটার দিকে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল ইফতার মাহফিলে বিশৃঙ্খলা সৃষ্টি করতে প্রবেশ করে।

জাতীয় পার্টি নেতাকর্মী ও স্থানীয় রোজাদারদের প্রতিরোধের মুখে তারা বেরিয়ে গেলেও, প্রায় ১০ মিনিট পর শতাধিক সন্ত্রাসী ক্রিকেট ব্যাট,

হকিস্টিক, লাঠি-সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় জাতীয় পার্টির নেতাকর্মী, স্থানীয় রোজাদার, সাংবাদিক ও পথচারীসহ অন্তত ৫০ জন আহত হন। হামলাকারীরা সাংবাদিকদের মোটরসাইকেলসহ প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার সময় জাতীয় পার্টির পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি।

সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্তি ফিরে আসে

ইফতারের ঠিক আগে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে ব্যাপক লাঠিচার্জ চালিয়ে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে। পরে সেনাবাহিনীর দেওয়া নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

জাতীয় পার্টির নেতাদের ক্ষোভ

জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোঃ সামসুল হক এবং সঞ্চালনা করেন সুলতান আহমেদ সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মোঃ রেজাউল ইসলাম ভূঁইয়া, মোঃ জহিরুল ইসলাম জহির, আলমগীর সিকদার লোটন, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মমতাজ উদ্দিনসহ দলের শীর্ষ নেতারা।

সরকারের কঠোর সমালোচনা জিএম কাদেরের

এই হামলার জন্য সরকারকে দায়ী করে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, “সরকার ভিন্নমতের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে।

তারা শুধু রাজনৈতিক সমাবেশ নয়, এমনকি ইফতার মাহফিলেও হামলা চালাচ্ছে। দেশকে অস্থিতিশীল করার জন্য সরকারই দায়ী।”

তিনি আরও বলেন, “এই সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করতে চাইছে।

জনগণের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ এই সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে।”

এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতীয় পার্টির নেতারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *