বিশেষ প্রতিনিধি,আবু সাইদ শওকত আলী:-
সমগ্র বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর জন্য পবিত্র রমজান এক মহিমান্বিত ও বরকতময় মাস।
এ মাসেই নাযিল হয়েছে আল্লাহর শেষ বাণী, পবিত্র আল-কুরআন, যা সমগ্র মানবজাতির জন্য হেদায়েতের আলো।
রমজানের প্রতিটি মুহূর্তই মুমিন মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বহন করে, আর এর শেষ জুমাবার—পবিত্র জুমাতুল বিদা—ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
আজ ২৭ রমজান, জুমাতুল বিদার দিন, সারা দেশের মতো ঝিনাইদহ জেলার ডাকবাংলা মসজিদসহ অন্যান্য মসজিদেও মুসল্লীদের ঢল নামে।
ফজরের নামাজের পর থেকেই মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম বাড়তে থাকে। অনেকে ইতোমধ্যেই তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াত ও দোয়া-ইস্তেগফারে লিপ্ত থাকেন।
জুমার নামাজে মসজিদের ভেতর ও আশপাশের জায়গাগুলো কানায় কানায় পূর্ণ হয়ে যায়।খুতবার সময় ইমাম সাহেব রমজানের গুরুত্ব,আত্মশুদ্ধি ও তওবার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করেন।
মুসল্লীদের মধ্যে গভীর ভাবাবেগ সৃষ্টি হয়, অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সকল গুনাহ থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে কাতর প্রার্থনা করা হয়।
জুমাতুল বিদার এ দিনটি মুসলমানদের জন্য এক বিদায়ের বেদনাও বহন করে।
রমজান বিদায় নিলেও এর শিক্ষা, সংযম ও তাকওয়া যেন সারাবছর অব্যাহত থাকে—এমন প্রত্যাশা করেন প্রত্যেক ধর্মপ্রাণ মুসল্লি।