আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে দক্ষিণাঞ্চলের মানুষের নিজ গ্রামে ফেরার ঢল নেমেছে।
শুক্রবার সকাল থেকেই পদ্মা সেতুর টোল প্লাজায় যানবাহনের ব্যাপক চাপ লক্ষ্য করা গেছে।
সূত্র জানায়, ঈদুল ফিতরের ছুটির শুরু থেকেই মাওয়া প্রান্তে যান চলাচলের চাপ ক্রমাগত বাড়তে থাকে।
যানজট এড়াতে মোটরসাইকেলের জন্য অস্থায়ী তিনটি পৃথক বুথ চালু করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, রাতের তুলনায় সকাল থেকে গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা বেড়েছে।
ফলে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত থেকে শ্রীনগরের সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
এদিকে, পদ্মা সেতু এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে, স্থাপন করা হয়েছে চেকপোস্ট এবং যানবাহন তদারকি কার্যক্রম চালানো হচ্ছে।
পদ্মা সেতু উত্তর থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে।
আজ সকাল ৭টা থেকে যানবাহনের চাপ ব্যাপকভাবে বেড়েছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। টোল আদায় কার্যক্রমও স্বাভাবিক রয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে,যাতে ঈদযাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হয়।