চৌগাছায় দুই বাসে হামলা ও চালক ছুরিকাহত: তদন্ত ও মামলা প্রক্রিয়াধীন

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিবেদক:

যশোরের চৌগাছায় দুটি যাত্রীবাহী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

একই সময় এক বাসচালককে ছুরিকাঘাত করা হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বুধবার (তারিখ উল্লেখ করুন) সন্ধ্যায় মল্লিকবাড়ী এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।

ঘটনার পটভূমি

স্থানীয় শ্রমিকদের ভাষ্যমতে, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে চৌগাছা-যশোর বাসস্ট্যান্ড এলাকায় বাসচালক মাসুম ও চৌগাছা ফার্মেসির মালিক জাকির হোসেনের মধ্যে ইজিবাইক চালানোকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নিলে উপস্থিত শ্রমিকরা দু’পক্ষকে সরিয়ে দেন।

হামলার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও শ্রমিকদের মতে, সন্ধ্যায় যশোর থেকে ছেড়ে আসা রাজবাড়ী ব-১১-০০২০ ও যশোর ব-০২-০০০২ নম্বরের দুটি বাস মল্লিকবাড়ী এলাকায় পৌঁছালে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়।

হামলাকারীরা লাঠি ও লোহার রড নিয়ে জানালা, দরজা ও সামনের গ্লাস ভাঙচুর করে।

এসময় বাধা দিতে গেলে বাসচালক মাসুমকে ছুরিকাঘাত করা হয়। আহত মাসুমকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে ভর্তি করেন।

ক্ষয়ক্ষতির পরিমাণ

বাস মালিক রমজান ও আশরাফ হোসেন জানান, হামলার ফলে তাদের প্রায় দুই লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে।

তারা বলেন, ইজিবাইক চালানো নিয়ে যদি কোনো সমস্যা থাকে, তবে তা মালিক সমিতির মাধ্যমে সমাধান করা যেত।

এভাবে বাস ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মালিক সমিতির প্রতিক্রিয়া

চৌগাছা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি জসিম উদ্দীন জানান, ইজিবাইক চালকদের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের সমাধান হয়েছে।

প্রশাসনের সহযোগিতায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, ইজিবাইক চালকরা শুধুমাত্র নিমতলা ও সলুয়া পর্যন্ত গাড়ি চালাতে পারবেন।

কিন্তু কিছু চালক নিয়ম না মেনে চুড়ামনকাটি পর্যন্ত চলাচল করছিলেন, যা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। আমরা চাই সড়কে সবার জন্য সহাবস্থান নিশ্চিত হোক।”

প্রশাসনের বক্তব্য

এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সড়কে চলাচলে নিয়ম মেনে চলতে হবে, নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *