আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:
‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সভায় আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তাবৃন্দ, শ্রমিক প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যরা।
বক্তারা শ্রমিকদের অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং মালিক-শ্রমিক পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
একই দিনে শহরের পোস্ট অফিস মোড়ে জেলা শ্রমিক দলের উদ্যোগে অনুষ্ঠিত হয় শ্রমিক সমাবেশ।
এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং শ্রমিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত না হলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।
এজন্য শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দেন তাঁরা।
দিবসটি ঘিরে জেলার বিভিন্ন সামাজিক ও শ্রমিক সংগঠনও নানা কর্মসূচির আয়োজন করে,
যা শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখে।