গঞ্জের খবর ডেস্ক:-
ঝিনাইদহ সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতনামা এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর।
তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাস্থল থেকে পাওয়া প্রাথমিক আলামতের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান,
স্থানীয়রা পাটক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, নিহতের গলা কাটা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
ঘটনাস্থলের ২০ গজের মধ্যে পাটক্ষেতের আইলের পাশে ছড়িয়ে-ছিটিয়ে ছিল কিছু
সিগারেট, বিস্কুটের প্যাকেটসহ অন্যান্য ব্যক্তিগত সামগ্রী। এই আলামত থেকে তদন্তকারীরা মনে
করছেন, হত্যার আগে সেখানে বসে হয়তো নিহত ব্যক্তি ও হত্যাকারীরা একত্রিত হয়েছিলেন।
স্থানীয়দের অনেকেই বলছেন, এটি নারীঘটিত দ্বন্দ্ব বা মাদক সংক্রান্ত বিরোধের ফল হতে পারে। তবে পুলিশ বিষয়টি নিয়ে সকল সম্ভাবনাই বিবেচনায় রেখে তদন্ত চালাচ্ছে।
ঘটনার গুরুত্ব বিবেচনায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান,
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা এবং র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি সোহেল রানা বলেন, “ঘটনাস্থলে পাওয়া আলামত ও লাশের অবস্থা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নারীঘটিত দ্বন্দ্ব বা মাদক সংশ্লিষ্টতা অন্যতম কারণ হতে পারে।
তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।”
নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার কোনো তথ্য থাকলে অনুগ্রহ করে নিকটস্থ থানায় জানান।