জীবননগর-মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: ফেনসিডিল উদ্ধার, নারী-শিশুসহ আটক ২৫ বাংলাদেশি

জীবননগর অফিস:-

ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত ৫ ও ৬ মে তারিখে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) এলাকায় পরিচালিত পৃথক

অভিযানে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার এবং নারী ও শিশুসহ ২৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ৫ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে মাধবযালী বিওপি’র দায়িত্বপূর্ণ ধোপাখালী বাজারসংলগ্ন এলাকায় অভিযান

চালিয়ে রাস্তার পাশ থেকে ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরদিন ৬ মে সকাল ৮টা ১০ মিনিটে বেনীপুর বিওপি’র আওতায় পিপুলবাড়িয়া গ্রাম সীমান্ত

এলাকা থেকে একজন নারীকে সীমান্ত অতিক্রমের সময় আটক করা হয়। একই দিন ভোরে কুসুমপুর বিওপি’র সোনাগাড়ী মোড় থেকে এক নারী,

এক পুরুষ ও তিন শিশুসহ পাঁচজনকে আটক করা হয়। তাদের মধ্যে একজন ফেনী জেলার বাসিন্দা, নাম শেম্পু কুমার দাস (৩৩)।

সকাল ৯টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র টহল দল বাঘাডাঙা গ্রামের মান্দারতলা মাঠ এলাকা থেকে দুই পুরুষ ও এক শিশুকে আটক করে।

আটককৃতদের মধ্যে খুলনার মিজানুর রহমান (৪২) ও নড়াইলের সামাদ মোল্লা (২৯) রয়েছেন।

সবচেয়ে বড় দলটি আটক করা হয় বাঘাডাঙা বিওপি’র বাঁশবাগান সীমান্ত এলাকা থেকে।

সেখানে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ২ জন পুরুষ, ১১ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

আটককৃতদের অধিকাংশই যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

এ বিষয়ে মহেশপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,

“সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

মাদক ও মানবপাচার রোধে এসব অভিযান চলমান থাকবে।”

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *