খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে গাইডলাইন প্রণয়নের কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি:-

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর আয়োজনে খুলনায় অনুষ্ঠিত হয়েছে “জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা” বিষয়ক একটি দিনব্যাপী কর্মশালা।

বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) খুলনা সার্কিট হাউজে অনুষ্ঠিত এই কর্মশালায় খুলনা বিভাগের দশ জেলার বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

গণমাধ্যমে জেন্ডার সংবেদনশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় সাংবাদিকদের মতামতের ভিত্তিতে একটি বাস্তবমুখী গাইডলাইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

কর্মশালাটি পরিচালনা করেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ জাকিয়া শিশির।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিআইবি-এর সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সমতায় তারুণ্য প্রকল্পের কনসোর্টিয়াম ম্যানেজার মো. হোসাইন শাকির,

মিডিয়া স্পেশালিস্ট রতন মালো, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, এবং খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল।

ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং কোষাধ্যক্ষ সাইফুল ইসলামসহ

অংশগ্রহণকারী সাংবাদিকরা জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতার প্রয়োজনীয়তা ও বাস্তব প্রয়োগ নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত উপস্থাপন করেন।

এই  কর্মশালাটি “সমতায়  তারুণ্য”  প্রকল্পের আওতায় আয়োজন করা হয়, যা নেদারল্যান্ডস সরকারের চার বছরব্যাপী অর্থায়নে পরিচালিত হচ্ছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *