কোন দলকে নিষিদ্ধ করার পক্ষে নই– গোলাম মোহাম্মদ কাদের

বিশেষ প্রতিনিধি:

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী।

যে কোনো রাজনৈতিক দল যদি নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চায়, তাহলে তাকে নিষিদ্ধ করা সমর্থনযোগ্য নয়।”শনিবার দুপুরে বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ের

মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গোলাম মোহাম্মদ কাদের বলেন, “আওয়ামী লীগ সরকার যখন জামায়াতকে নিষিদ্ধ করে, তখনও আমরা প্রতিবাদ জানিয়েছি।

কারণ, রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত গণতন্ত্রের জন্য বিপজ্জনক। যদি অতীতের গণহত্যার দায়ে আওয়ামী লীগকে প্রশ্নবিদ্ধ করা হয়,

তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী ছিল, তাদের বিরুদ্ধেও সমান প্রশ্ন ওঠা স্বাভাবিক।”

ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় পার্টি শুরু থেকেই সক্রিয় ছিল।

রংপুরে আমাদের দুই নেতা শহীদ হয়েছেন এবং চারজন কারাবরণ করেছেন। তবুও আমাদের অবদান অস্বীকার করা হচ্ছে। বরং, ছাত্র হত্যার মামলায় আমাদের নেতা-কর্মীদেরও আসামি করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “২০১৪ সালের জাতীয় নির্বাচনে আমি নিজে নেতৃত্ব দিয়ে জাতীয় পার্টির ২৭০ প্রার্থীকে নির্বাচন থেকে প্রত্যাহার করেছিলাম।

আমাকে নানা প্রস্তাব ও চাপের মুখে পড়তে হয়েছিল, এমনকি মন্ত্রীত্বের প্রস্তাবও পেয়েছিলাম, কিন্তু রাজি হইনি।”

তিনি আরো বলেন, “বিএনপি যদিও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেয়নি, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছে।

২০১৮ সালের জাতীয় নির্বাচনে আবার সব দলই অংশ নেয়। তাহলে একমাত্র জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণকে কেন প্রশ্নবিদ্ধ করা হবে?”

তিনি বলেন, “২০২৪ সালের নির্বাচনে আমরা জোরালো চাপের মুখে পড়ে অংশ নিতে বাধ্য হয়েছিলাম।

তবে আমরা বিশ্বাস করি, নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ই হবে চূড়ান্ত বিচার।”

সভায় জাতীয় পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী ও জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম প্রিন্স এবং পরিচালনা করেন সদস্য সচিব মোঃ আরিফ আলী।

অনুষ্ঠানে ছাত্র সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ রাজনৈতিক বক্তব্য ও ছাত্র রাজনীতিতে জাতীয় পার্টির ভূমিকা তুলে ধরেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *