ঝিনাইদহে জাতীয় মানবাধিকার সমিতির আলোচনা সভা: জুলাই বিপ্লব বাকস্বাধীনতার পথ খুলে দিয়েছে

আবু সাইদ শওকত আলী,ঝিনাইদহ প্রতিনিধি:

জুলাই বিপ্লব দেশের মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে বলে মত দিয়েছেন মানবাধিকার নেতৃবৃন্দ।

তারা বলেন, বর্তমানে জনগণ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুক্তভাবে মত প্রকাশ করতে পারছেন।

অতীতের মতো গুম, গায়েবি মামলা কিংবা ভয়ভীতি প্রদর্শনের পরিবেশ এখন আর নেই।

রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

সমিতির  ঝিনাইদহ  জেলা শাখার প্রস্তাবিত সভাপতি মো. উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদিকা কবি সাহানা ইসলাম, লায়ন বিথি কনীকা,আহসান হাবীব, মনিরা খাতুন, মো. রমেল পারভেজ প্রান্ত, মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন এবং জহিরুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন।

আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য ২১ সদস্য বিশিষ্ট নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল আমিন।

নবগঠিত কমিটির নেতৃত্বে রয়েছেন: সভাপতি মো. উজ্জ্বল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান,

সহ-সভাপতি মো. জহুরুল ইসলাম ও চঞ্চল হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সহ সাধারণ সম্পাদক আনারুল ইসলাম,

সাংগঠনিক সম্পাদক মো. রমেল পারভেজ (প্রান্ত), অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, প্রচার সম্পাদক শেখ খালিদ হাসান,

আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সাহেব আলী, সমাজকল্যাণ সম্পাদক শাফায়ত হোসেন শিমুল, নারী ও শিশু বিষয়ক সম্পাদক ইসরাত জাহান, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক চমক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরিফুজ্জামান আরিফ, মো. মামুনুর রশিদ, মো. মাহবুর রহমান, মো. হৃদয়, মো. সাগর হাসান এবং মো. শাহারিয়ার রিজভী।

সভা শেষে বক্তারা মানবাধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *