বিশেষ প্রতিনিধি:-
চুয়াডাঙ্গা জেলায় জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এবার ৬০ বোতল
ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (১০ মে) সকাল ৭টা ২০ মিনিটে দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া মাঠের উত্তর
পাশে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) সৌমিত্র সাহা, এএসআই (নিঃ) মোঃ মামুনুর রহমান ও এএসআই (নিঃ) মোঃ আবু আল ইমরান।
অভিযান চলাকালে তারা সঙ্গীয় ফোর্সসহ ৬০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন।
আটককৃতরা হলেন-১। মোঃ মামুন আলী (৩৩), পিতা: মোঃ আবেদ আলী, মাতা: মোছাঃ সামেনা
খাতুন ২। মোঃ রুহুল (৩০), পিতা: মৃত শরমান, মাতা: মৃত নেছারুন উভয়ের বাড়ি দামুড়হুদা উপজেলার দশমীপাড়া গ্রামে।
আটককৃতদের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা,
বিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় জেলায় মাদক ও চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
এই অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।