বিশেষ প্রতিনিধি:-
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সভা আগামী ২০ মে, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এই গুরুত্বপূর্ণ সভায় আসন্ন দশম জাতীয় সম্মেলনের প্রস্তুতি, আয়োজন ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে বিশদ আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
সভায় সভাপতিত্ব করবেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এছাড়াও সভায় উপস্থিত থাকবেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান, কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্যগণ।
দলের মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি এক বিবৃতিতে জানান, দশম জাতীয় সম্মেলন পার্টির জন্য একটি মাইলফলক হতে যাচ্ছে।
সম্মেলনের সফল আয়োজন নিশ্চিত করতে প্রেসিডিয়াম সভায় গৃহীত সিদ্ধান্তগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি পার্টির সম্মানিত প্রেসিডিয়াম সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, জাতীয় পার্টির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে।
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এবারের সম্মেলনকে ঘিরে পার্টির ভেতরে যেমন প্রস্তুতির তৎপরতা চলছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও এ নিয়ে তৈরি হয়েছে আগ্রহ।
সভার আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকছে,জাতীয় সম্মেলনের তারিখ ও ভেন্যু নির্ধারণ,কাউন্সিলর তালিকা চূড়ান্তকরণ,সাংগঠনিক রিপোর্ট
উপস্থাপন,কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতাদের দায়িত্ব বণ্টন,দলে গতিশীলতা আনয়নের জন্য করণীয় নির্ধারণ,জাতীয় পার্টির নেতারা আশা করছেন,
এই সভার মাধ্যমে সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কাঠামো আরও সুসংগঠিত হবে এবং জাতীয় রাজনীতিতে দলটির ভূমিকা আরও সুদৃঢ় হবে।