আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-
জুলাই বিপ্লব দেশের জনগণকে কথা বলার ও মত প্রকাশের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বক্তারা।
তারা বলেন, বর্তমানে মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারছে
এবং গুম ও গায়েবি মামলার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছে।
রোববার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি, ঝিনাইদহ জেলা শাখা আয়োজিত এক আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে।
সভায় সভাপতিত্ব করেন সমিতির প্রস্তাবিত জেলা সভাপতি মোঃ উজ্জ্বল হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল
এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন।
সভায় আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সম্পাদক
ও ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’-এর সভাপতি কবি সাহানা ইসলাম, লায়ন বিথি কনীকা, আহসান হাবীব, মনিরা খাতুন, রমেল পারভেজ প্রান্ত,
মুস্তাফিজুর রহমান, চঞ্চল হোসেন ও জহিরুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান লিটন।
নতুন কমিটির অনুমোদন:-আলোচনার শেষ পর্বে সর্বসম্মতিক্রমে ঝিনাইদহ জেলা শাখার জন্য ২১ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলাম সেকুল এবং সাংগঠনিক সম্পাদক লায়ন আল-আমিন নবনির্বাচিত কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হন মোঃ উজ্জ্বল হোসেন এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান।
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান মোঃ কামরুজ্জামান লিটন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
সহ-সভাপতি: মোঃ জহুরুল ইসলাম, চঞ্চল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক: সোহেল রানা,সহ সাধারণ সম্পাদক: আনারুল ইসলাম,সাংগঠনিক
সম্পাদক: মোঃ রমেল পারভেজ (প্রান্ত),অর্থ সম্পাদক: মোঃ আমিনুল ইসলাম সুমন,দপ্তর সম্পাদক: রাকিবুল ইসলাম রাকিব,প্রচার
সম্পাদক: শেখ খালিদ হাসান,আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট সাহেব আলী,সমাজ কল্যাণ সম্পাদক: শাফায়ত হোসেন শিমুল,নারী
ও শিশু বিষয়ক সম্পাদক: ইসরাত জাহান,ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক: চমক,কার্যনির্বাহী সদস্য: মোঃ আরিফুজ্জামান আরিফ, মোঃ মামুনুর রশিদ,
মোঃ মাহবুর রহমান, মোঃ হৃদয়, মোঃ সাগর হাসান, মোঃ শাহারিয়ার রিজভী।
সভায় বক্তারা নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায়
কার্যকর ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।