ঝিনাইদহে অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে পিটিয়ে গুরুতর জখম: থানায় মামলা একজন গ্রেফতার 

আবু সাইদ শওকত আলী,বিশেষ প্রতিনিধি:-

ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতি এলাকায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী

মুস্তাফিজুর রহমান সোহাগকে বর্বরভাবে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে শহরের কেন্দ্রীয় বাসটার্মিনালের

পাশের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সোহাগকে ডেকে নেয় একদল দুর্বৃত্ত। সেখানে তাকে চাঁদা দিতে বাধ্য করার চেষ্টা করা হয়।

তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা বাঁশ ও লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে মারধর করে।

এতে তিনি গুরুতর আহত হন এবং রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহত সোহাগের মাথায় সাতটি ও মুখমণ্ডলে ছয়টি সেলাই দিতে হয়েছে।

পরিবারের দাবি, হামলার মূল পরিকল্পনাকারী বাদশা ও জাকির এখনও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা অভিযুক্তদের একজন,

রাজা নামে এক যুবককে বাঁশঝাড়ের ভেতর থেকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক রাজা ভুটিয়ারগাতির গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে।

তার বিরুদ্ধে চাঁদাবাজি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পূর্বেও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনার পর থানায়

মামলা হয়েছে এবং এক আসামিকে আটক করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তার

ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *