রিমন হোসেন,মহেশপুর (ঝিনাইদহ):
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও
মতবিনিময় সভা করেছেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
গত ১৪ মে, বুধবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় মহেশপুর উপজেলার বিভিন্ন প্রেসক্লাবের শীর্ষস্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ ওবাইদুল হক,
সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সহ-সভাপতি মোঃ জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক সীমান্তবানী পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজ্জাক,
সাধারণ সম্পাদক এনামুল হক দুলু, মডেল প্রেসক্লাবের সভাপতি আনিচুর রহমান রিপন,
সাধারণ সম্পাদক আব্দুস সেলিম ও সাংগঠনিক সম্পাদক অসিম মদক মনা প্রমুখ।
এছাড়া প্রেসক্লাব মহেশপুরের সাংগঠনিক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, সহ-সভাপতি জামশেদ আলম বকুল,
ক্রীড়া সম্পাদক আহসান হাবীব, নির্বাহী সদস্য মিজানুর রহমানসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের উদ্দেশ্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, “উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম একটি গুরুত্বপূর্ণ অংশীদার।
তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়ায়।
” তিনি আরও বলেন, “গঠনমূলক সমালোচনা প্রশাসনের কাজকে সঠিক পথে পরিচালনায় সহায়তা করে এবং স্থানীয় উন্নয়নের ভিত্তি মজবুত করে।”
সভায় সাংবাদিকরা ও প্রশাসনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ
করেন এবং পেশাদার ও নিরপেক্ষ সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে ইউএনও অতিথিদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আশা ব্যক্ত করেন।