বিশেষ প্রতিনিধি:-
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান (১.৫ বছর) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রবিবার (১১ মে) বিকেলে উপজেলার লকপুর ইউনিয়নের জাড়িয়া-মাইটকুমড়া গ্রামে এই দুঃখজনক ঘটনা ঘটে।
নিহত নুসরাত জাহান ওই গ্রামের মো. এস্কেন শেখের একমাত্র কন্যা।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে শিশু নুসরাত বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরে ভাসতে দেখেন এবং দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় আরও
সচেতনতা এবং অভিভাবকদের নজরদারি বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।