বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বদর উদ্দীন (৮৫)
ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক ভোরের দর্পণ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোমিনুর রহমান মন্টুর পিতা।
তিনি সোমবার (১৩ মে) সকাল ৯টা ৩০ মিনিটের দিকে কালীগঞ্জ উপজেলার ৬নং ত্রিলোচনপুর
ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বদর উদ্দীন একজন সজ্জন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন।
গ্রামের মানুষের যেকোনো বিপদে-আপদে তিনি পাশে দাঁড়াতেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ,
সাংবাদিকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা তার বাড়িতে ছুটে আসেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
বাদ আসর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন।
পরে তাকে বালিয়াডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া চাওয়া হয়েছে।