অবৈধ ভারতীয়দের ‘পুশব্যাক’ নয়, নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
গঞ্জেরখবর ডেস্ক:-
বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয় নাগরিকদের ‘পুশব্যাক’ বা জোরপূর্বক ঠেলে দেওয়া নয়, বরং আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে যথাযথ নিয়ম মেনে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৭ মে) সুন্দরবনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ‘বয়েসিং ভাসমান বিওপি’ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুশইন প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “ভারত যে পুশইন করছে, আমরা সেটা কোনোভাবেই মেনে নিচ্ছি না। আমরা ভারতের কাছে বারবার বলেছি— যদি কোনো বাংলাদেশি তাদের দেশে থেকে থাকে, প্রমাণসাপেক্ষে আমাদের জানালে আমরা যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করবো। তেমনি, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দেরও আমরা নিয়ম অনুযায়ী ফেরত পাঠাতে প্রস্তুত। তবে ভারতের মতো পুশব্যাক নীতিতে আমরা বিশ্বাস করি না।”
তিনি আরও জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে ভারতের পুশইনের চেষ্টার সময় বিজিবি, আনসার ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রতিরোধে তা ব্যর্থ হয়।
কূটনৈতিক পদক্ষেপ
পুশইন ইস্যুতে বাংলাদেশ সরকার কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এরই মধ্যে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রদূত এবং নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। আমরা শান্তিপূর্ণ ও কূটনৈতিক উপায়ে সমাধান চাই।”
রোহিঙ্গা ও ইউএনএইচসিআর কার্ডধারীদের পুশইন
তিনি জানান, ভারতের পক্ষ থেকে কিছু রোহিঙ্গা এবং ইউএনএইচসিআর কার্ডধারী ব্যক্তিকেও বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে। এ বিষয়েও প্রতিবাদ জানানো হয়েছে।
অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো
বাংলাদেশে অবৈধ ভারতীয় নাগরিক থাকার সম্ভাবনা অস্বীকার না করে তিনি বলেন, “একেবারে নাই, এটা বলবো না। যদি কারও অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য থাকে, আমাদের জানালে আমরা তাদের আইনি প্রক্রিয়ায় ফেরত পাঠাবো। অবৈধভাবে কাউকে পাঠানো আইনসম্মত নয় এবং বাংলাদেশ সরকার তাতে বিশ্বাস করে না।”
ভারতীয় পুশইনের পেছনে সম্ভাব্য কারণ
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সম্প্রতি ভারতের গুজরাটে একটি বাঙালি কলোনি উচ্ছেদ করা হয়। ধারণা করা হচ্ছে, এর পর থেকেই সীমান্তে পুশইনের ঘটনা বেড়েছে।”
বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন
অনুষ্ঠানে সুন্দরবনের জলসীমানা সুরক্ষায় বিজিবির নতুন ভাসমান বিওপি ‘বয়েসিং’ এর উদ্বোধন করা হয়। এটি বিজিবির যশোর রিজিয়নের অধীনে পরিচালিত রিভারাইন বর্ডার গার্ড (আরবিজি) কোম্পানির অংশ হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার, নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক, আরবিজি কোম্পানির অধিনায়কসহ বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।